তুমি অনেক পেয়েছো,, তাই না???
বাড়ি গাড়ি অট্টালিকা রাজপ্রাসাদ,,!!!!!!!!
তবুও তোমার মন ভরেনি ভরে না কেন,,
জীবন প্রাসাদে তুমি দিয়ে দিয়েছো দুনিয়ার মায়া মমতায়,,,,,
জীবনের মূল্য তুমি ভেবেছো দুনিয়ার সম্পদ কেই,,
একটু দাড়াও,,,,,
ও বুঝি চমকে গিয়েছো,,
না না অনেক পথ,,, জীবনের মূল্য প্রতিটি
পরতে পরতে ডিগ্রী ডিপ্লোমা,, অনেক কিছু দিয়ে সাজিয়েছো,,,
তোমার ভেতরের এই মানুষটিকে কি দিয়ে সাজিয়েছে???
যেথা প্রকৃত জীবনের মূল্য অপেক্ষমান দেখো কত ক্ষুধার্ত কত তৃষ্ণার্থ কত পথ চেয়ে তোমার জন্য,,
তার মূল্য তুমি কি দিলে,,, আত্মিক খোরাক এটা বুঝি তোমার কাছে প্রহসন,, না পথিক না তুমি খুলে দাও দরজা উন্মুক্ত হিদয়ের দেখো জীবনের মূল্য কত
যেখানে মহামূল্য ওই জীবনের দিকে একটি বার ফিরে চাও। দেখো কত গোলাপ টগর বেলী তুমি সাজিয়ে নাও প্রকৃত জীবনের মূল্য ধন্যবাদ,,