__জীবন তো তার নাম যে হয়-কষ্টে সমাদৃত
যে সত্যের পথে অবিচল- হয় মম চমৎকৃত
__অশ্রু বিগলিত না হয়ে জীবনের কিনারা কূল
কষ্টের মাঝে না পড়লে ভাঙ্গে না মনের ভুল
__সুন্দরের অধিষ্ঠান মুসিবতের মাঝে উপলব্ধি
বিবেক চেতনায় যে করে মনকে পরিশুদ্ধি
___অনেক কণ্টকাকীর্ণ পথকে না পাই যে ভয়
সেইতো কষ্টের মধ্যে জীবনে আনে সফল জয়।