--------------এ সৃষ্টির সুন্দর সমাহারে
চেয়ে দেখি তারে বারে বারে
---------অগণিত বৈচিত্রতার মাঝে,
-----------------থাকবো না তো চীরদিন
তাই রইবো কেনই শুধু হীন
-----------মিসিবো মানুষের ই কাজে।
-----------তাই যে কটা দিন তুমি আমি রবো
সবাইকে ভালোবাসা দিয়ে যাব
-----------যে কটা দিন পৃথিবীর পরমায়ু,
-----------------তাই এ সুন্দর পৃথিবীর তরে
রইবোনাতো চীর দিন ঘরে
--------------ক্ষণস্থায়ী এ পৃথিবীর আয়ু।
-------------খামাখা দুঃখ নাহি কারে
এ পৃথিবী মায়ার সংসারে
----------কী নিয়ে যাবো তুমি আমি সেই দিন
-----------কেন খামাখা লোভিতে সংসার
কেন গতি করি তুমি আমি দুর্বার
-----------শুধু শুধু ঐ পাপের বোঝা ঋণ ?
------------তাই যাব ই যখন চলে
কিছু স্মৃতি রেখে যাও বলে
------------কিছু মম সুন্দরের প্রতিদান
-----------জীবন যেথা পায় আলো
কেটে যায় আঁধার কালো
----------প্রকৃত যেথা জীবনের সম্মান.।।