জীবন এক মহা পারাবার, জীবনের সন্ধিক্ষণে
বৈচিত্র্যময় এ জীবন ভরা আছে আবরণে
আবেগ উচ্ছ্বাস আনন্দ অশ্রু, মিলেমিশে একাকার
জীবন এক মহাসংকট, সমুদ্র পারাবার।
হারজিত ইহাতে আছে আলো-আঁধারের খেলা
জীবন এক মহা পারাবার বিচিত্র রঙের মেলা
আছে ইহাতে ভালো মন্দ, আনন্দ দুঃখ হাঁসি
ইহাতেই আছে করুন অশ্রু বেদনা ভরা বাঁশী।
এ মহা সংকট জীবন পারাবার, চলতে হলে ভুল
হারাতে হয় জীবনের মাঝে নদীর দুইটা কুল
সুন্দরতম দৃষ্টিপথে, সূক্ষ্ম মার্জিত সন্তর্পনে
ফুল ফোটাতে হয় ভালোবাসায় আপন কাননে