যে কটা দিন থাকি এ পৃথিবীর তরে
মিলিবো অন্তর দিয়ে মানুষ পরস্পরে,
চলো আলো জ্বালাই হৃদয়ের ঘরে-!
এই নয়তো কারো পৃথিবী চীরদিন
তবু কেন পড়ে রইবো তুমি আমি হীন ?
চলো জীবনের মাঝে জীবনকে করি প্রদক্ষিণ।
আমার আমার বলি তাই, আমি ও আমার নয়
এ পৃথিবী এক মিথ্যা দুরন্ত অভিনয়
তাই চলো রাখি মানবতা মনুষ্যত্ব পরিচয়।
তাই যে কটা দিন থাকি তুমি আমি
জীবনকে করিতে হয় নিজকে দামি
দেখো আমির ভেতর কে রয় আমি,
তাই যে কটা দিন পাই নিঃশ্বাস বায়ু
করে যাব পবিত্র মনের সতেজ স্নায়ু
যে কটা দিন পাই পাও জীবনের আয়ু।