দৃষ্টিনন্দিত যেদিকে তাকাই
প্রভু তোমার অপূর্ব মহিমায়
সৃষ্ট এ বসুন্ধরা.........!!
মেঘে মেঘে পুঞ্জিত আকাশ
সবুজে শ্যামলে বায়ু বাতাস
প্রেমেতে শিকল পরা....!!
ঝর্ণা বন উপবন নদনদী
বয়ে চলে যায় অদ্যবধি
সাগরেতে অসীম জল....!!
অপরূপ গড়া এ বিশ্বভুবন
যেদিকে তাকাই দৃষ্টিনন্দন
সুন্দর সাজানো ফুল ও ফল...!!
আকাশেতে চন্দ্র সূর্য তারা
তোমার সৃষ্টি করেছে পাগল পারা
অগণিত নক্ষত্রপুঞ্জ......!!
কত রংয়ের পশু ও পাখি
দেখিয়া জুড়ায় নয়ন ও আঁখি-,
আনন্দে মোর হৃদয় কুঞ্জ...!!
কত প্রস্ফুটিত ফুল ও ফলে
অগণিত মৎস্য ও সাগর জলে
আকাশেতে রঙের জাদু...!!
কতবার পাহাড় পর্বত ঘেরা
সেখান থেকে হয়নাতো চোখ ফেরা
মৌমাছি সঞ্জিত করে মধু....!!
এ বিশ্ব নিখিল চরাচরে
কত সুর বাজে মোর হৃদয় ঘরে
আমি তুমি মানুষ সৃষ্টির সেরা...!
এ অনন্ত সৃষ্টি সবাকারে
সংযোগ রেখেছ প্রেমের তারে
ভালোবাসাতেই সৃষ্টি যত ঘেরা....!!