জাগো হে তরুণ জাগো, নিয়ে নতুন উদ্দীপনা
আর কত দেখবে তুমি? মা বোনের অবমাননা,


অনেক দেখেছো অগ্রগতি, পৃথিবী আজ গতিময়
মাঝে মাঝে পৈশাচিক হাতগুলো পৃথিবী চমকায়।

   জাগো হে তরুণ জাগো তুমি সে বল বীর
    সুন্দর সমাজ গড়িবে উচ্চ কর সেই শির।

হিংসা বিভেদ যাহা কিছু, জমানো জঞ্জাল যত
জাগো হে তরুণ জাগো তুমি সে কর্মে যে অবিরত

     তোমার বল বিক্রমে এ পৃথিবী ঠাঁই
   জাগো হে তরুন তোমার বিবেক ও চিন্তায়।

প্রতিটি শিশুর মুখে, তুমিতো ফোটাবো হাঁসি,
সুন্দরের প্রত্যাশা নিয়ে তুমিতো বাজাবে বাঁশি

তোমার শিক্ষা চিন্তা চেতনায় জ্ঞানের প্রদীপ আঁকা
জাগো হে তরুণ জাগো তুমি, মেলে দাও সেই পাখা

    নিভৃতে এখনো কান্না, কত অভাগীর দ্ধোর
    তুমিতো আনিবে সুপ্রভাত নতুন যুগের ভোর

এপৃথিবি তোমাতেই রাখে সে আকাঙ্ক্ষা আশা
তুমিতো করিবে এ পৃথিবীকে শুদ্ধ পবিত্র খাসা।

প্রকৃত শিক্ষায় তো তুমি, মানুষের প্রকৃত ঠাঁই,,
   তুমি অনন্ত তুমি জীবন্ত মানুষের গুলবাগিচায়


জাগো হে তরুণ জাগো, তুমি অনন্ত দীপশিখা
তুমিতো ফুল ফোটাবে যেথাই মরুভূমির মরীচিকা।

তোমার দৃষ্টিতে  মানুষ, তোমার মহানুভবতায়-!
তুমিতো প্রকৃত দিশারী, এ  পৃথিবীর কল্পনায়।

এ পৃথিবীর সকল সৃষ্টি, সকলের  সৃষ্টির সেরা
জাগো তরুণ জাগো তোমার বুক হোক তাতে চেরা

নিভৃতে এখনো কাঁদে, কত ঝরিছে অশ্রুজল-!
তুমি তো তাদের দিবে সমোচিত তার প্রতিফল।

আজ বর্তমান পৃথিবীতে, রাজনীতির ক্রীড়াঙ্গন
অপবিত্র হচ্ছে আজ কেন মানব হৃদয়ের প্রাঙ্গণ!

যারা বিভেদ প্রাচীর গড়ে, মানুষ মারার কৌশল
জাগো হে তরুণ জাগো তুমি ভেঙে দাওঐ  ছল।

সুন্দর প্রত্যাশা নিয়ে , আজ এই বিংশ শতাব্দীর
নতুন পৃথীবি গড়িতে তোমার উন্নত মম শির।

সকল মানুষ আশা তোমাতে, হে তরুণ বিক্রম বল
তুমিতো মুছাবে অভাগীর সেই করুণ অশ্রুজল-!

তুমি প্রগতির ইতিহাস, ভেঙ্গে দিবে মিথ্যা ও ভুল
জাগো হে তরুণ জাগো ফোটাও নন্দন কাননে ফুল।

সুবিন্যাস্ত হবে তোমার পথ, হবে মার্জিত দৃষ্টিভঙ্গি
ভয় নাই ওরে ভয় নাই কবি আছি তোমার সঙ্গী।