জাগো জাগো ছাত্র যুবক, এই ধরনীর তরে
কৃত্রিম বাসা বেধেছে আজ তোমার পৃথিবীর ঘরে
আজ সভ্যতার যুগে, এখনো বিবস্ত্র এখন অন্ন হীন
এখনো দুঃখি দারিদ্রতায়, কাটিয়ে চলেছে দিন।
জাগো জাগো ছাত্র-যুবক, এইভাবে আর কতদিন ?
বেড়েই চলেছে পৃথিবীর যেন পাপের বোঝা ঋণ
ধর্মের নামে ধর্মান্ধতা, খুন জখম হানাহানি--!!
শিক্ষার নামে কলঙ্ক আজি, দূর কর ওই গ্লানি।
মিথ্যা ইতিহাসের চাকচিক্যে, সত্য ভেঙে খান খান
সত্যকে পদদলিত করে আজ মিথ্যার আহ্বান --?
হে ছাত্র-যুবক তুমি শিক্ষিত, গাও মানুষের জয় গান
তোমার কাছে সকলি মানুষ কে হিন্দু বা মুসলমান
পৃথিবী হয়েছে সভ্যতা অনেক আলোক রূপসজ্জা
মানসিক উন্মেষ ঘটেনি সেখানেই তো বড় লজ্জা
তুমি ছাত্র দিবা রাত্র, নিয়ে এসো নতুন প্রভাত
প্রসারিত করা হৃদয় তোমার ওই দুটি হাত।
সুন্দর এ লক্ষ্যে তুমি, ওই নীলিমার দিগন্ত পাখি
খুলে দাও তুমি মম মানুষের মনুষ্যত্বের আঁখি
তুমি জাগো হে ছাত্র যুবক, নব ওই আহবানে
ভরে যাক পৃথিবী সুন্দর তোমার সে প্রতিদানে।
।