চলো ইচ্ছে সাজাই সৌন্দর্য বাতায়নে
সম্প্রীতির মালা পরি তুমি আমি দুজনে
হিংসা দুর্বৃত্তায়ন প্রকৃত মনুষ্যত্ব বাধা
এ ধরিত্রী বড় মায়া একটি গোলক ধাঁধা
তাই ও ইচ্ছে নয় যে ইচ্ছাই মানুষ হয়রান
আমার হাতে দুর্বৃত্তায়ণ মানুষ কেন পেরেশান?
ইচ্ছা হোক পবিত্র নৈপূণ্য শিল্প মাখা তাতে
সুশ্রী আচরণে পৃথিবীর শান্তি হোক ওই হাতে
শিক্ষার সম্প্রসারণ ইচ্ছে গুলো মানবতাবোধে
পৃথিবীতে তুমি আমি মানুষ ঋণ পরিশোধে-!
কাব্য সাহিত্য অঙ্গন চলো কলমের রেখাঙ্কনে
ইচ্ছা প্রতিফলিত করি আপন সুন্দর জীবনে
এ পৃথিবীর প্রতিটি শিশু আসুক আগামীর জন্য
আমার তোমার ইচ্ছায় তারা প্রস্ফুটিত হোক ধন্য