হিমেল হাওয়া বইছে বাতাস
ঠান্ডা শীতে দিগন্তের আকাশ
উঠেছে গগনে কত রং-এর পাখি
তাই দেখে মোর জুড়াই আঁখি---!
শীতের আবেশ শীতের বায়ু
ঠান্ডা রাখে যত সতেজ স্নায়ু,
পুব আকাশে যখন সূর্য ওঠে
কত রঙ্গের জাদু ফুল ফোটে
নদী-নালার ঐ ঠান্ডা জলে,
তার বুক দিয়ে কত নৌকা চলে
কত বিচিত্র যাত্রী নৌকা উপরে,
ঠান্ডা বাতাস বুলাই সকলেরে,
হিমেল হাওয়ায় যার নাইকো পোশাক
কি যন্ত্রণা তার এই শীতের বাতাস,
কত গরিব দুঃখীর শিশু ছেলে
শীতটা উপভোগ হত পোশাক পেলে
ধনীদের উপভোগ্য এই শীতের হাওয়া
ভুরিভুরি গায়ে তাদের পোশাক পাওয়া