এ জীবন সুন্দর সমুজ্জ্বল করো হে তুমি প্রভু..!
যতই বিপদ আসুক তোমায় না ভুলি যেন কভু
মাতা পিতাকে যেন ভালোবাসি বড়দের সম্মান
মানুষের যেন ভালোবাসা দেই হিন্দু মুসলমান,
ভাবনা যেন হয় নিষ্পাপ শিশুর মত বিবেক চিন্তায়
হৃদয় যেন আলোকিত হয় মম পূর্ণিমার জ্যোৎস্নায়,
মনের সৌন্দর্যে পুলকিত হৃদয়, সুন্দর ভালোবাসা
অকৃত্রিম মাধুর্যে ভরো এ জীবন যাহা সুন্দর খাসা।
অবৈধপথ হোতে নিরসন করো, যাহা সুন্দর রয়
মানবিক মূল্যে প্রকৃত মনুষ্যত্বে দাও প্রভু পরিচয়,
মিথ্যার প্রহসনে যেন না পড়ি ফাঁদে হে প্রভু দয়াময়
যাহা প্রকৃত সুন্দর ভাবনাকে করো বিবেক ও চিন্তায়
যতই আসুক বাধা বিপত্তি,যেন সত্যকেই ধরে রাখি
খুলে দাও হে প্রভু তুমি আমার ঐ নয়ন ও আঁখি-!
আমি মানুষ যেন মানুষকে, করিতে পারি আবিষ্কার
হে প্রভু তুমি পরাও সে সুশোভিত, পবিত্র অলংকার।