হে প্রভু, তুমি অনাদি তুমি অনন্ত কাল!!
মোদের মঙ্গলে বিছায়েছ সৃষ্টির মায়াজাল,
তোমার অলক্ষ্যে নেই কিছু, যত যা সৃষ্টি
তোমার মঙ্গলে একটি ক্ষুদ্র, তাতেও তোমার দৃষ্টি।
আমরা মানুষ সকলেই আসা যাওয়ার মাঝে
কত যে কর্ম রাখা হয়, তাহা স্মৃতির ভাঁজে ভাঁজে,
অসীম আকাশে তোমার সৃষ্টি, মানুষ মহিম তাই
মানুষের মাঝে তুমি রেখেছো, বিবেক ও চিন্তায়,
হে প্রভু তুমি দয়া করো, তুমিযে মঙ্গলময়--!!
তুমি আলো তুমি আধার, সৃষ্টিতে বিস্ময়--!!!
আমরা মানুষ ভুল করি চলি, তোমার পথ হতে
ভুলে যায় মরা মানুষ, বেঁচে আছি তোমার মহাব্বতে
তুমি মঙ্গল তুমি অমঙ্গল তুমি আলো আঁধার খেলা
সৃষ্টি তামাম এ বসে , তুমি খেলছো প্রেমের খেলা
হে প্রভু দয়া করো তুমি,, আজ করোনা ভাইরাস-!
তোমার সকাশে ফিরে পাই যেন শুদ্ধ নিঃশ্বাস-!!