হে প্রভু তুমি,--! সৃজিয়েছো প্রতিটি সৃষ্টি,
যেদিকে যতদূর যাকনা আমার দৃষ্টি
হে প্রভু তুমি ---!সৃজিয়েছো প্রতিটি সৃষ্টি
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আকাশ বাতাস যত
তোমার নিয়ম অধীনে থাকে তারা অবিরত।
মানুষকে করেছে মহান সৃষ্টি হে প্রভু তুমি--!
প্রতিটি জীবন প্রতিটি জিনিসের তুমি অন্তর্যামী।
তোমার কাছে প্রার্থনা করি যাহা-কিছু মঙ্গলময়
চালিত কর ঐ পথে, যাহা জীবন সুন্দর ও নিশ্চয়
প্রতিটি জীবের আহার জোগাও নেই তাতে ভুল
সৃজিয়েছো এ বসুন্ধরা কত সুন্দর ফল ও ফুল-!
আমি মানুষ হয়ে ও যদি না হতে পারি বিবেকবান
হে প্রভু তুমি দয়া করো শুধু তোমারি মেহেরবান।
তোমার দয়া করুনা বলেই এ জীবনের মহা দাম
তুমিই পারো আশা মেটাতে যাহা পবিত্র মনস্কাম।
হে প্রভু তুমি ওই প্রদিপ,জ্বালো যাহা চির উজ্জল রয়
মানুষের মাঝেই মনুষ্যত্ব যে রাখে তার পরিচয়।
ওই পথ নয় যা অন্ধকারে, যাহা জীবনের অভিশাপ
খামাকা জীবন কুড়াই যাহা শুধু শুধু পরিতাপ।
অতিরিক্ত মায়ার বন্ধন,এ সুন্দর পৃথিবী ঘিরে
হে প্রভু তুমি উঠায়ো ম'রে মহামানবের তীরে।
হিংসা বিবাদ অহংকার যাহা, ছিনিয়ে নাও হে প্রভু
অসৎ পথে থাকে না জীবন, কখন ই যেন কভু।
মানুষ হয়েছি মনুষ্যত্বের মূল্যে দিও সেই প্রেম সুধা
তোমার সকাশে প্রার্থনাতে মিটায়ো মনের ক্ষুধা।