হে মুজিব তুমি---জয় করেছো বঙ্গভূমি,,
তুমি বাঙালির গৌরব--!
অবারিত স্রোতধ্বারা--তুমি বাঙালির নয়ন তারা
তুমি প্রস্ফুটিত গোলাপের সৌরভ!
অনন্ত আকাশ ঘিরে--তুমি বুকটি দিয়েছো চীরে!!
শুধুই মোদেরই কল্যাণে---!
তোমার জীবন ও যৌবন--মিসে মানুষের সন্ধিক্ষণ
তুমি মানুষের ই প্রতিদানে -!
তুমি তেজস্বী মহাবীর--!! ভেঙেছো মিথ্যার জিঞ্জির
স্বাধীন করিতে দেশ----!!
অক্লান্ত সাধনা মাঝে--বাঙালির হৃদয়ের ভাঁজে
এনেছ শান্তির পরিবেশ--!
তোমায় নাহি ভুলি---! তুমি গোলাপ ফুলের কলি
সুভাস জাগে যে ছন্দে--!
আজ বিশ্ব সমাদরে--! মানবের এই অন্তরে--!
ভরেছে যে সুগন্ধে!!
ক্ষণে ক্ষণে মনে তাই--তুমি মিশেছ মানবতাই--
হে মুজিবুর রহমান---!!
সত্য দীপ্ত আলো---! তুমি কেটেছো আধার কালো
আজ দেখি তাইতোমার প্রতিদান!!
তুমি দিয়েছ সকলেরই, প্রকৃত সম্মান
হে মুজিবুর রহমান,, হে মুজিবুর রহমান,,,!!****
"মুজিব স্মরণে বাংলা কবিতার আসর",