হে প্রভু দয়াময়, মঙ্গল করো তুমি
যা কিছু শস্য-শ্যামল পৃথিবীর সবুজ ভূমি
কত জীবজন্তুরে আহার দাও, প্রকাশ অপ্রকাশিত
তুমি সৃষ্টি রেখেছে নন্দিত আমি হই বিমোহিত।
সূর্য চন্দ্র তারকারাজি, আকাশ বাতাস যত
নিয়মের অধীনে তাহারা সচল যাহা অবিরত
প্রভু তুমি রেখেছে মহিমা সমুদ্রে অগাধ জলরাশি
হে প্রভু তুমি দয়াময়, বাজালে সৃষ্টিতে মধুর বাঁশি
তোমার দয়া সৃষ্টিতে মাখা, আলো আঁধারের মাঝে
হে প্রভু তোমাকে যেন না ভুলি আমার কর্ম কাজে।
অনন্ত সৃষ্টি গাঁথা হয় প্রেমে, তাইতো ফুটেছে ফুল
তুমি তো শুধু ক্ষমাই করো আমি যাহা করি ভুল।
সৃষ্টি চির নন্দিত করেছ ,মানুষকে মহা উন্নত শির
তোমার দয়ায় ও ক্ষমায় কেটে যায় পাপের জিঞ্জির
তাইতো তোমার সাকাশে প্রার্থনা হে মহান প্রভু
তোমাকে যেন কোনদিন না ভুলিনি কখনো কভু।