হে বীর সৈনিক তুমি উন্নত মম শির.!
তুমি পাতাল ভেদিয়া ভাঙবে ওই জিঞ্জির..!
কেন করবে তুমি নতশির?
সৃষ্টির অনন্ত যেথায় দেয় "ডাক"------
তুমি শেখানো হতে মধু নাও ভর ওই মৌচাক
চলো বন্ধু এগিয়ে চলো ভয় নেই
যত তিমির আধার ঘটা------
তবুও প্রশান্তি বক্ষে ওই দেখো সুদূরে
প্রভাত আলোর ছটা।
তুমি নও নিঃস্ব এ ধরণী বিশ্ব
খুলেছে অনেক দ্বার---------!!!!
নয় খালি হাত মুঠো- পথিক তুমি ছোট
তুমি যে "সৈনিক বীর"
মানব আকাশে খুলে দাও হৃদয়
সেখানে মারো তীর--
তুমি সৈনিক বীর .......তুমি সৈনিক বীর!!!!!!