হে রবীন্দ্রনাথ তুমি কবিগুরু---
কাব্য কবিতায় পথ করেছো শুরু
অনন্ত সীমাহীন দিগন্ত পথে
ছড়িয়েছো প্রেম ভালবাসা মহব্বতে,
মানুষের জীবনের নানা সে কথা
কত আনন্দ দুঃখ কষ্ট যাতনা ব্যাথা
গ্রাম থেকে শহর, তুমি বিশ্বময় ঘুরে
বাজিয়েছ বীণ কবিতার সুরে সুরে,
রেখে গেছো সেই গীতাঞ্জলি ইতিহাস
কাব্যের মাধুর্য ভরা তোমার নিঃশ্বাস।
অফুরন্ত জ্ঞানের সে প্রজ্ঞা দীপশিখা
কাব্য কবিতায় ফুল মরুভূমির মরীচিকা
তোমার কবিতায় যেন ফুটে ওঠে ছবি
তুমি যে প্রাঞ্জল, ফুটে উঠেছো রবি,
তুমি বিশ্বকবি, থরে থরে কত সজ্জিত গান
কাব্য কবিতা শুনি তোমার আহব্বান,
তোমার সৃষ্টিতে মাধুর্য, গান ও কবিতায়
তুমি আছো আজো ভালোবাসার মোহনায়।