বাহ চমৎকার!!! গতিময় জীবন গতির টানে

চলেছে চলেছে অবিশ্রান্ত পথ,,,, কি কোথায়,??
ওই যে----যেখানে জীবন পাওয়ার অভিসন্ধিতে,,
রাতভর ছুটে চলে,, আরো আরো আরো যায়!!

ফিরে দেখা,,, হল না মোর,,,, সংসার আমায় তাড়িত করে,,,!!
কত টাকা পয়সা হলে রাজপ্রাসাদ দুরন্ত স্বপ্ন চোখে,,,
আরো ভরিতে হবে ফাঁকা আছে অনেক ঝুলি,,
ও, ও,
বয়স হয়ে গেলো তবুও ফিরে দেখা হলো না মোর,,

প্রকৃত জীবনের ওই স্বপ্নগুলি, যেগুলি জীবন সাহা পরিতৃপ্ত দিতে পারতো,,, মায়ার বন্ধনে ফিরে দেখার সুযোগ হয়নি,, হায়রে সংসার হায় রে মাইয়া,,
তবে এখন কোথায় কি??
এর জবাব কে দেবে,,
জীবন নিঃশেষ হয়ে গেলো তবুও ফিরে দেখা হলো না,,,,,,,,,,,,! হে মানুষ পরিতৃপ্ত যাতে নেই তাকে নিয়ে আমি ব্যস্ত তুমি ব্যস্ত মানুষ ব্যস্ত,, যাহা প্রদীপ্ত চিরন্তনী সত্যের মাঝে প্রদীপ জ্বেলে দিতে পারতো,

যদি ওই জীবনের দিকে ফিরে যেতাম,
যে জীবন সত্যের আলোকে জয় করে তার হৃদয়ের ওই আসমান গুলি,, আর কতদিন তুমি বিক্ষিপ্ত ভাবে চলতে চাও ফিরে এসো মানুষ,
আর নয়,,
অনেক হলো দেখতো কি পেলে তুমি,??
অতএব ফিরে এসো ফিরে এসো প্রকৃত জীবন তীরে,,, যেথা অনাবিল প্রশান্তি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি ভুলে যাও,,???