আমি এসেছি যেতে হবে ফিরে, শুধু আমি নয় তোমাকেও..!
কোথায় ছিলাম কোথায় এলাম- বলতে পারো?
সৃষ্টির রহস্যময় সৌন্দর্যময় মায়াময় এ পৃথিবীর ঘিরে কত প্রশ্ন কত জিজ্ঞাসা
এ জীবন তো একটি ঝটিকা মাত্র যাওয়া আসার খেলা নিত্যনৈমিত্তিক কত প্রিয়জন কত বন্ধুকে হারাতে হয় , তবুও অনেক দুঃখ বুকে করে বাঁচতে হয় হ্যাঁ যখন ফিরে যেতেই হবে এর পরিত্রাণ নেই
নেই কোন সময় নেই কোন অজুহাত
তবে বলো কারে খামাখা দুঃখ দিয়ে এ পৃথিবী ছেড়ে যাব? তাই ফিরে যখন যেতেই হবে ভালোবাসার আঙ্গিকে দুহাত উজাড় করে হৃদয়কে বিলিয়ে খামাখা মিথ্যার ঝুলি নিয়ে কি হবে?
কারণ তোমার আমার স্মৃতি গুলোই তো পড়ে রইবে
তাই এমন স্মৃতি রাখবো না যে স্মৃতি -মানুষকে পীড়া দিবে মানুষের অমঙ্গল করবে, পৃথিবীর অমঙ্গল করবে........
যেখানে অন্তর্নিহিত জীবনের মূল্য জীবন বোধ চিন্তা চেতনার সৌন্দর্য বর্ধিত হবে চলে যাব তবুও
স্মৃতির রেখা পটে মানুষের কল্যাণ হবে পৃথিবীর কল্যাণ হবে
চলো ওই ভাবনার সম্প্রসারণ করি বিবেকের ঝুলিতে মনুষত্ব ভরে নি,