ফাল্গুনের আগমনী, দিচ্ছে ঐ বসন্তের ডাক
ভ্রমরেরা গুঞ্জরিয়া, ফুলে ফুলে ভরবে মৌচাক
পাখিদের কলরব, কোকিলের কুহু রব
ফুলে ফুলে সজ্জিত হবে বসন্তের উৎসব
স্নিগ্ধ সমীরণে কবি তা ভাবে মনে মনে
বসন্ত আসিতেছে যেন প্রেমের সন্ধিক্ষণে,
অপূর্ব মাধুর্য তাই, ওই আকাশে বাতাসে
ফাল্গুনের স্নিগ্ধতা ভরাবে জ্যোৎস্নার আকাশে
প্রেম মনে প্রেম জাগে, খুশবু স্নিগ্ধতায়
যদি ফুল ফুটে যায় দেখো হৃদয় বাগিচায়
ফাল্গুনের বিকাশিত, ছড়িয়ে যাক ভালোবাসা
এ ধরিত্রীর প্রশান্তি পাক পবিত্র শুদ্ধ আশা।।