অনেক অপেক্ষা অনেক পথ হেঁটে হেঁটে
তুমি ক্লান্ত পরিশ্রান্ত-!
একটু দাড়াও -----
তুমি কোন পথে হেঁটেছে? জিজ্ঞাসাওএ মনকে
ক্ষণিক পৃথিবীর সম্পদ গুলোই তুমি একদিন হাতছাড়া হবে--!
একটু দাড়াও_বিবেক চেতনার মাঝে
এ জীবন সুন্দর ভূমিতে হয়তো বিচারণ হলো না,
শুধুমাত্র পৃথিবীর আবর্তে
কিন্তু, মানব জন্ম খানি বৃথাই গেল অস্থায়ী পৃথিবীর মায়ার জালে জড়িয়ে,
আর নয় একটু দাড়াও, এ জীবন প্রাঙ্গণে মহানুভব
যেখানে সুন্দর বিরাজ করে, সেই পথিক পরিক্রমায়
একবার হাত মিলায়,
চলো বন্ধু তুমি আমি মিলে মনুষ্যত্বের
মহিম আকাশে,, যেটুকু সময় আছে সেই সময়টুকুই,, একটু দাড়াও--!!