একটি নতুন সকাল সুন্দরতম তার প্রতীক্ষায়
মনুষ্যত্বের ফুল ফুটুক এই হৃদয়  বাগিচায়--!

জাতপাত নয় হিংসা, না বুভুক্ষ শিশু নারী নির্যাতন
একটি নতুন সকালে জাগরিত হোক মানুষের নয়ন।

অকৃত্রিম শিক্ষার আলোয় মুছে যাক বেদনা ব্যথা
আরতো পিড়ীত দুঃখী মানুষের শুনবো এসব কথা

প্রতিটি শিশু দেখুক এ পৃথিবী, মানুষের জয় গান
একটি নতুন সকাল আন তুমি মম পবিত্র আহ্বান।