একাই নয় চলো তুমিও--! সঙ্গী আমার সাথে-
প্রসন্ন হৃদয় নিয়ে---ফুল ফোটা ও দিবারাতে--!!
চলো সুন্দর করি আপনাকে, তারপরে তুমি!!!
আজ ভরেছে জঞ্জালে , যেন গোটা বিশ্ব ভূমি,
মহামারী রূপ নিয়ে, এসেছি আজ করোনা ভাইরাস
কোথায় পাবে বলো তবে ? আজ শুদ্ধ নিঃশ্বাস---!
আমরা মানুষ পৃথিবীকে করেছি, যন্ত্রণার কারাগার
আজ আমাদের এই পঙ্কিলতায় মরুভূমির হাহাকার
এসো তুমিও আমার সঙ্গে,, নিয়ে পবিত্র অঙ্গীকার
নতুন করে প্রভাট ফোটা ও ঐ হৃদয়ের দিবাকর।
মিথ্যা আর প্রবঞ্চনায়, মেতেছে আজ গোটা বিশ্ব
প্রকৃত মানবতা মানুষের যেন আজ হয়েছে নিঃস্ব
ধর্মের নামে অধর্ম চলে, খামাখা মানুষের বলিদান
এতেই তুমি শোনাতে চাও ? সত্যের আহ্বান--??
আজ ঘিরেছে পাপে বিশ্বকে, কোথায় পরিত্রান
মানুষের মাঝে মানুষ কে না দিয়া সম্মান---!!
ফিরে এসো ফিরে এসো মানুষ ওই মোহনা তীরে
এসো তুমি আমি মিলেমিশে, পবিত্রতায় যায় ফিরে
শুদ্ধ চিন্তা চেতনা তে, চল নিই তুমি আমি অঙ্গীকার
পবিত্রতার অলংকার সাজুক এ বিশ্বসংসার----!!!