একটু ভাবনা, যদি করতে পারতাম সুন্দর অভিপ্রায়
অকৃত্রিম ভাবনাগুলো হত যদি সুন্দর সৃষ্টির চিন্তায়।
সকলের তরে সকলে মোরা, মেটাতাম প্রয়োজন
একটু ভাবনা একটু চিন্তা, যদি মিলাতাম নয়ন।
আমার অঢেল ধন-সম্পদ, বিতরণ করিতাম যদি
সুন্দর ভাবনায় সুন্দর চিন্তা, বহাতো প্রেমের নদী
এ পৃথিবীর সুখ সমৃদ্ধি, হইতো সকলের জন্য--!!
সুন্দর মনুষত্ববোধ এ, নিজ নিজ কে করতাম ধন্য
হয় নাকি ভাবা? একটু ভাবনা, বিবেক চেতনা মাঝে
সৌন্দর্যে মম বিকশিত হতো হৃদয়ের ভাঁজে ভাঁজে।