বল -একরত্তি ভালোবাসা অকৃত্রিম পরশ মাখা
কে বল আমায় দিবে--!তাহলে মেলে দিতাম পাখা
থাকত না সেথা কোন কিছুই মিথ্যার প্রহসন-!
ফুল ফুটাতাম সেথাই আমি ওই নন্দনকানন--!
ওই একরত্তি ভালোবাসায় , পবিত্র শুদ্ধ দ্বারে
সাজাতাম সুন্দর পরশ সোনার অলংকারে-!
মুক্ত আকাশ মুক্ত দুয়ার ওই নীলিমার ঠাঁই-!
ওই একরত্তি ভালোবাসায় আমার অভিপ্রায়।
সৃষ্টি মধুর সুন্দরবেশে, ওই আকাশের পানে
ওই একরত্তি ভালোবাসার আমি তার মাঝখানে
পবিত্রতার সোহাগ পরশ সেথা অকৃত্রিমতাই আঁকা
মেলে দিতাম সেথাই আমি, হৃদয় রঙিন পাখা।