বিশুদ্ধ মন শুধু একরাশ ভালোবাসা,,
আমার অভিপ্রায় এতোটুকুই,,
তোমার ঐশ্বর্য্যে তোমার শুধু চেহারার সৌন্দর্যে আমি নই অভিভূত,,
আমি অভিভূত হব ওইখানে, যেখানে সমাদৃত,
পবিত্রতার অলংকারে, শুধু নির্ভেজাল একরাশ ভালোবাসা,
লক্ষ লক্ষ টাকা দিয়েও যে ভালোবাসা কিনে পাওয়া যায় না,, পাওয়া যায় তাহা, মনের সুবিশাল দিগন্তের সুন্দর ঠিকানায়।।
যতই অভাব-অভিযোগ থাক না পড়ে, মানিয়ে নেওয়ার ক্ষমতা তোমার বিশুদ্ধতা, আমাকে প্রশান্তি দিতে পারে,
যাহা অল্পে তুষ্ট তা মহা পরিতৃপ্তির অমৃত সুধা
শুধু একরাশ অকৃত্রিম ভালোবাসা টুকু,,