একই ঠিকানায় তুমি আমি সবে
এসেছি মোরা মানুষ এ সুন্দর ভবে,
কেউ হয় ঐশ্বর্যশালী মহাবৃত্ত বান
কারো থাকে শূন্য হৃদয়ে স্থান।
এসেছি সকলেই, সবাই যাবে ফিরে
এরই মাঝে কুড়ায়ে কেউ মনি মতি হীরে
সকলের ঠিকানা একই যাইবার প্রস্থান
হোক না সে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান।
কিন্তু মাঝখানে রেখে যায় আপন সে কর্ম
যে যাই করিনা পালন যাহা করি ধর্ম
এই ঠিকানা হতে, যাব প্রকৃত ঠিকানায়
মনুষত্ব না জাগিলে ভালোবাসার মোহনায়
কি করে পাই মুক্তি? জীবন ভরা ফুল
কি করে প্রস্ফুটিত হবে সেই হৃদয়ের ফুল
প্রকৃত ঠিকানায় ? নাও শক্ত পাথেও হাতে
সূর্যের কিরণ ছড়াও হৃদয় প্রভাতে।
লোক দেখানো ধর্ম, যেন শুষ্ক মরুভূমি
কি করে পরিত্রান পাই বলো তুমি আমি?
মনের ঠিকানায়, না সুন্দর আলো জ্বেলে
ওই ঠিকানায় শুধু খালি হাতে এলে?
পবিত্র স্মরণ প্রভুর, নিরহংকার মনে
সেখানেই প্রেম আলাপন হয় সংগোপনে
লোভ হিংসা বর্জন করে, নিতে হয় আলো
তবেই তো ঘটা কাটে জীবনের যত কালো
সকলি তো চাই মোরা সুন্দর পরিত্রান
জিবন জিজ্ঞাসায় যদি না হয় কোরবান
ওই প্রদীপ জ্বালিয়ে বাতি শেষ ঠিকানায়
জীবনতো সুন্দর হয় ভালোবাসার মোহনায়।
মানুষের মাঝেই মহিম আপন ঠিকানায়
আগে নিজেকে দেখিলে বিবেকের আয়নাই
বসে আছে তোমাতে আমাতে প্রভু নিরঞ্জন
ওই ঠিকানায় যাওয়ার আগে করো সুন্দর ধরন।