দুনিয়া এক মায়া, আবছা আবরণ,
এ কথাটি মনে প্রাণে করিয়া স্মরণ
যে-জন চলিতে পারে সেই মোহনা বাঁকে,
সেইতো আরোহন করে জ্ঞান ঐ মৌচাকে,
যে জন দুনিয়া কেই অতি ভালোবাসে,
অতি লোভে পড়িয়া সেই জীবন ফাঁসে।
এপৃথিবি মায়ার বন্ধন কৃত্তিম মায়াজ্বাল,
চলার পথে করিবে তোমায় বেতাল।
যে জন শুদ্ধ মনে বিবেক ও চিন্তায়,,
মায়ার বন্ধনে এসেও জীবনে ফুল ফোটাই।
যে জন লোভে পড়িয়া অতি মায়ার বন্ধন
দুনিয়ার ঐশ্বর্য পেয়েও তার জীবন অকারণ।