এ দুনিয়া রঙ্গমঞ্চ আসক্তি মায়াভূমি
তাকে কখনো আপন ভেবোনা তুমি!
সে লোভ লালসা দিয়ে দিবে হাতছানি
তার মতলব বড়ই করুন জানে মহাজ্ঞানী
যে জন পৃথিবীকেই আপন করে নিতে চায়
তার জীবন মরুভূমি ওই মরুচিকায়
এ পৃথিবী যরা জীর্ণ ব্যাধি হাহাকার
এখানে টিকবে না কোনই অহংকার
যে জন ঐ আসক্তি কে ছিন্ন করতে পারে
মনুষ্যত্ব খুঁজে পায় বিবেক চেতনার দ্বারে
যার জীবন হইবে ওই ভুল পরিক্রমা
পৃথিবী তাকে দুঃখ দেবে পাইবে না ক্ষমা
আসক্তির বন্ধন থেকে মুক্তি নিতে হয়
ত্যাগ ছাড়া হয় কি কখনো জীবন পরিচয়?
লোভের দাসত্বে পড়ে তার শিক্ষা প্রহসন
জীবন থাকিতেই হয় তার আত্মিক মরন
প্রকৃত জ্ঞান সুধা এই পৃথিবীর তীরে
মায়া মোহ ছলনা দিয়ে তাকে আছে ঘিরে
এই পৃথিবী ক্ষণিকালয় যে জন বোধ পায়
সেইতো ফুল ফুটাই হৃদয় বাগিচায়
এ পৃথিবীর চাওয়া পাওয়া বোঝা বড় দায়
কে আপন আপনাকে বল চিনতে পাই
যে জন প্রেম ভালোবাসা ভাবে মানুষের জন্য
ইহকাল পরলোকে জীবন হয় ধন্য