দুঃখ যখন সঙ্গী,,থাক না আমার পাশে-
আনন্দ তো সেথাই পূর্ণিমার চাঁদ হাসে

এ জীবন বিচিত্র সঙ্গী সেতো ভালো-মন্দ
দুঃখের মাঝেই তুলব গোলাপের সুগন্ধ--!

দুঃখ তে ভয় কেন? এই পৃথিবী চরাচরে-
তাহার মাঝে পবিত্রতা জ্বালাও এইঅন্তরে

পৃথিবীতো দুঃখে ভরা, তবে কেন হাহুতাশ
এই আছি আর নেই বন্ধ হলে নিঃশ্বাস--!

হিসাব খানা বড় কঠিন অনেক প্রশ্ন রাখে
দুঃখের মাঝে সুখ ভরা জ্ঞানের  মৌচাকে

যে কটা দিন এ পৃথিবীতে  তুমি আমি রই--!
দুঃখের মাঝে চলো আগে আমরা মানুষ হই।