আমরা দুদিনের অতিথি, এসেছি এই পৃথিবীর বুকে
কেউ নই তো চীরদিন, থাকি সকলে দুখে সুখে।
ভাঙা গড়া এ জীবন মাঝে, দুঃখ-বেদনা কত,
কত এসেছে কত আসছে যে, এ পৃথিবীই অবিরত।
তবু কেন মোরা ভুলে যায়, এ দুদিনের পৃথিবীতে
হাতগুলোকে গুটিয়ে রাখি, কেন পারি না দিতে ?
সময় চলে যায় সময়ের তালে, জীবনের ব্যবধান
তুমি আমি সকলেই অতিথি, এ পৃথিবীর প্রতিদান।
তাই যতদিন দুদিনের দুনিয়া প্রসারিত করো হাত
আশার সঞ্চার বেজে উঠুক আজ এযুগে নতুন প্রভাত
সকলেই মোরা অতিথি পৃথিবীর, শুধু দুদিনের জন্য
চলো করি আমরা সকলের তরে জীবন করিতে ধন্য