জল তুমি সৃষ্টির, অফুরন্ত বৈচিত্র রূপ,
তোমার অবদান দেখে আমি নিশ্চুপ,
তুমি রসের উৎস্রোত, বিদ্যুৎও প্রবহমান
জানা-অজানা অগোচরে তোমার আহব্বান
নদ নদী সমুদ্র, ঝরনা যত ঝিল বিল,
মেঘমালা আকাশেতে তোমারি মাহফিল।
জীবনের রেখাঙ্কন এ, জীবনের মহা স্বাদ,
তোমার প্রবাহ মাঝেই জীবনের আহল্লাদ।
প্রেমের মঞ্জিলে তুমি যে, অনন্ত দিপশিখা
তুমি বিহনে যে প্রাণ হয় মরুভূমি মরীচিকা।
সৌন্দর্যায়ন তোমার সকাশে, তুমি মম প্রাণ
"জল" তোমার সৃষ্টির রহস্য, অপূর্ব অবদান।
শুষ্ক মাটি প্রাণ ফিরে পায়, তুমি হয়ে মেঘমালা
তুমিতো মেটাও আগুনের তপ্ত দাহ জ্বালা।
তুমি তো জল অফুরন্ত, আধ্যাত্মিক অন্তরসে,
সৃষ্টির মাধুর্যতা তোমার হতেই তা খসে।