দেশ দেশ দেশ যে আমার জন্মভূমি-
সেরা সেরা সেরা সর্বকালের তুমি,
তুমি অনন্ত তুমি জীবন্ত তুমি গুলবাগিচা
তুমি মন্দির তুমি মসজিদ তুমি সেই গির্জা
হীন তায় নই মোরা
জীবন মোদের কোরা।
রক্ত বহতে প্রাণ দিলো যে জিজ্ঞাসাও কে ওরা?
ওরা হিন্দু ওরা মুসলিম ওর শীখ ক্রিশ্চান-
একি হাওয়ায় মাটিতে মিশে গাও তাহাদের গান,
মোদের রক্তে নতুন প্রভাত আমরা ভারতবাসী
মৈত্রীর পরশে আমরা সকলে বাজাও ওই বাঁশি!
দেশ আমার মাটি আমার আমার জন্মভূমি
বিভেদ প্রাচীর ভাঙ্গিয়া গড়িব কে আমি আর তুমি।।
সকলেই আমরা সকলের তরে মিলাবো কাঁধে কাঁধ
দেশের তরে মুছিব মোরা যত বি সংবাদ,
সোনার চেয়েও খাঁটি এদেশ হীরার চেয়েও দামি
তাহার মাঝে গোলাপ নির্যাস নিয়ে উঠে আমি,
দেশ আমার দেশ-----!
মুজিব মনের ক্লেশ--------!
প্রীতির ডোরে বাধিব তারে জীবনের নিঃশেষ
দেশ আমার দেশ-দেশ আমার দেশ।।