চলো দরবেশ মনোভাবে পায়ে পায়ে চলি
অযথা অকারনে শুধু মিথ্যা নাহি বলি
পৃথিবীর অধিকার কে নাহি একাই ভোগ করি
হিংসা জাতপাত ভুলে চলো হাতে ধরা ধরি
সুন্দর মননের বীজ ওই দরবেশী মনোভাবে
জেগে উঠুক এই পৃথিবী আনন্দের উৎসবে
শুধু হিংসা ঈর্ষা নয় নাহি মানুষকে অহংকার
চলো, হৃদয়কে পরিয়ে দিব দরবেশ অলংকার
যেথা রাশি রাশি ভালোবাসা সেই পথ ধরে
প্রকৃত প্রেম ভালোবাসা ভরি চলো এ অন্তরে
আমি তুমি এসেছি হেথায় এই ধরিত্রির মাটি
চলো দরবেশ মনোভাবে করি মনুষ্যত্বকে খাঁটি