দর্পণ প্রতিফলিত করে যাহা তা সামনের ছবি
যে যেমন রূপ নিয়ে তার সামনে হইবা হবি ।
চকচকে সুন্দর মনের আয়না পাই যখন বিশালতা
সৌন্দর্যে অনেক গতি দিগন্তে যায় তার প্রবণতা।
আপন দর্পণে খুঁজে ফিরি সেই প্রভুর ঠিকানায়
ভালোবাসার প্রাঞ্জতায় প্রভু তারি আয়নায়।।
চেতনার বৃষ্টি দিয়ে যখন শুদ্ধ হয় আপন দেহ মন
মানব দেহ ই হয় তখন সুন্দর সে কাবা বৃন্দাবন।
কালিমা প্রলেপিত দর্পণ দিতে পারে না কোন ছবি
ভাব ছন্দ ছাড়া দেখেছে হয় কি? কি কখনো কবি-!
আপন আলোয় দর্পণ চকচকে ঝকঝকে যখন হয়
তখন আপন পায় আপনাতেই সুন্দর পবিত্র পরিচয়।