চলো দুজন দুজনায় সৃষ্টি সমাহারে
সাজাই মোরা পবিত্র শুদ্ধ অলংকারে,
ভালোবাসার বিশুদ্ধতায় সুন্দরতম হাঁসি
ফোটাবো মোরা হৃদয় তীরে মক্কা গয়াকাশি
থাকবে না সেথা নকল কোন কিছু ঠাঁই-!
বিশুদ্ধতা রাখবো শুধু বিবেক ও চিন্তায়।
আজ সভ্যতা নামে কলঙ্ক এ পৃথিবী ঘিরে
ভরে গেছে এই পৃথিবীতে নকল মতি হিরে।
ধরবো কলম দুজনাই লিখব কিছু কথা
মানুষের গভীর যত বেদনা দুঃখ ব্যথা।
অসীম দিগন্তে ভাবনাকে, নিয়ে যাব বহুদূর
দুজন মিলেই মিথ্যা যত করব তা ভাঙচুর।
অসীম সাহস বুকে নিয়ে, বাঁধবো প্রেমের মালা
পবিত্র মনের রেখাঙ্কনে, মেটাবো হৃদয়ের জ্বালা।