চিত্ত মাঝে কত বাজে মম বিচিত্র সুর
কখনও মন থাকে কাছে কখনও বহুদূর.!
জীবন বড়ই অসহায় যখন জীবনের মাঝে
সদ উত্তর পাই না যখন জীবন তার কাজে।
ভাঙ্গা গড়া অবিমিশ্র এ চিত্তমাঝে চলে
কখনো আনন্দ কখনো করুনাঅশ্রু জলে।
অফুরন্ত জীবন ভান্ডার প্রশ্নের নিয়ে ডালি
কখনও চিত্ত মাঝে ঝড় তুলে মরুভূমির বালি
দুঃখ-বেদনায় বিদগ্ধ এ জীবন পারাবার
এ ধরনীতে এসে দেখে সে মায়ার সংসার
অনেক আশা আকাঙ্খাই এ হৃদয়ের তীরে
মানুষ বেঁচে রয় আশায় জীবনটাকে ঘীরে।