এ পৃথিবী তো নয় কারো চীরদিন--!
যতই ঐশ্বর্য থাকনা একদিন হবে সেও হীন
এ পৃথিবী নয়তো কারো চীরদিন,
শুধু আসা যাওয়ার মাঝে চলে খেলা
জীবন নয়তো কারো অবহেলা
জীবনকে বুঝতে চলে যায় সারা বেলা।
এ পৃথিবী নয়তো কারো চীরদিন,
খামাখা বাড়াও কেন পাপের বোঝা ঋণ
অহংকার রবে নাতো কারো চীরদিন।
সবাইকে ছেড়ে যেতে হয় এ পৃথিবীটাকে
মধু সঞ্চয় করে যাও জ্ঞানের মৌচাকে,
যেথায় মনুষ্যত্ব ও মানবিক টিকে থাকে।
এ পৃথিবী নয়তো কারো চীরদিন,
পৃথিবী আস্তে আস্তে হয়ে চলেছে প্রাচীন
একদিন এ পৃথিবী ও হবে বিলীন।
তাই যতদিন রবে রবো পৃথিবীর তরে
চলো আলো জ্বালিয়ে দিই হৃদয়ের ঘরে
ভালোবাসা বিলিয়ে যাব মানুষের পরস্পরে।
এ পৃথিবী নয় তো চীরদিন,
এখান থেকে মিটিয়ে যাও জীবনের ঋণ
এ পৃথিবী নয় তো চীরদিন