এ দেহে আছে প্রাণ, আবেগ উচ্ছ্বাস মন আছে তাই
মনটা চিরসবুজ রাখলে, সদা ফুল ফুটে বাগিচায়।

এ দেহ ভগ্ন প্রবর ক্ষয়িষ্ণু, একদিন নিঃশেষ হয়
মনের প্রাঙ্গে চেতনার বৃষ্টিতে রাখলে সবুজ পরিচয়

উৎসর্গকৃত হৃদয় যাহা, সুন্দর ধ্যানের নিমগ্ন চিত্ত--!
চির সবুজ শ্যামল রয়,  অমর হলে সে হয় নিত্য।

উৎসর্গকৃত আত্মা যাহা, সুন্দর নিত্য সবুজ মাঝে,
সুন্দর সজীবতার পরশ মাখা, জীবন্ত সুর বাজে।

সৌন্দর্যের অসীম আকাশে, সেই সজীবতার ঠাঁই
পবিত্র আত্মা ধ্যানের আবেশে থাকে চির সজীবতায়

মনের প্রদীপ উন্নত শিখরে, পবিত্র পরশে আঁকা
সেইতো চির সবুজে শ্যামলে, মেলে দেই সে পাখা

অনন্ত তাহা দিগন্ত পথ , বাজিলে সে  মম সুর-!
সেই সজীবতার সবুজ-শ্যামল পথ যায় বহুদূর।

পবিত্র অঙ্গনে সে মহাশক্তি, প্রভুর শ্রীনিকেতন
খুলিতে পারিলে সবুজ-শ্যামল সেই ত্রিনয়ন।