চেনা হলো না তারে, প্রয়োজন ছিল যার
মায়ার পৃথিবীতে সংযোগ ছিন্ন হল সে তার,
আমি মানুষ মহান সৃষ্টি, এ পৃথিবীর মাঝে
চেনা হলো না তারে, আমির অহং শুধু কাজে
বৃথাই জীবন গেল, পড়ে এ মায়ার সংসারে,
চেনা হলো না জীবন যে ছিল সোনার অলংকারে।
লোভের ফাঁদে পা দিয়া, কি আমি কিসের জন্য
না পারিলাম জীবন চিনিতে না করিলাম ধন্য।
কিসের নেশায় কিসের আশায়, করিলাম সে ভুল
চেনা হলো না তারে, না হৃদয়ে ফুটিলো ফুল-!
এখনো জীবন বাকি, আর কতদিন এভাবে রই?
শেষ লগ্নে যদি পারি করিতে, সুন্দর জীবন পরিচয়।