চমৎকার-! এ সমাদৃত নন্দন তপোবনে
প্রকৃত চমৎকার যখন আসে আপন দেহ মনে
ঝংকৃত সুর সেথা, রূপের প্লাবন---!
চমৎকার হয় কখনো দেখো অশ্রু নয়ন,
প্রতি প্রতিটিতে, যখন সুন্দর হয়--!
চমৎকার কথাটি জাগায় বিস্ময়..!
সৃষ্টির মাধুর্যে তে কিছু চমৎকার রয়
সে দৃষ্টিনন্দন এ কবি হয় বিস্ময়-!
চমৎকার যখন হয় মনের অঙ্গীকার
তার গতি চমৎকার সেথা হয় দুর্বার
আপনাতে চমৎকার, আপনার ঠাঁই,
প্রকৃত চমৎকার বিবেক ও চিন্তায়।
চমৎকার রূপ যবে, আপন আপনাতে,
চমৎকার রুপ সেথা আপন মৌচাকে।