চলো সুন্দর করি তুমি আমি মিলে
সৃষ্টির অফুরন্ত বৈচিত্র মাহফিলে।
চলো সুন্দর করি তুমি আমি মিলে,
কত অনন্ত পথ পৃথিবীর তীরে,
কত সাধ ভরা এই পৃথিবীকে ঘিরে,
চলো তুমি আমি যাই সেই ভালবাসায় ফিরে।
আগামীর শিশুগুলি, পাক পৃথিবীর ঠাঁই
প্রকৃত ভালোবাসা তার মোহনায়
আমরা ফোটাবো ফুল মিলে দুজনায়।
এসেছি তো দুদিনের তরে এই পৃথিবীতে
শুধু আসনি নিতে এসেছি দিতে
ভালোবাসার ফুল ফুটিয়ে যাব আগামীতে।
চলো সুন্দর করি মন ওই হৃদয়ের আলো
জ্বালো প্রভু তুমি সেই আলো জ্বালো
কেটে যাক ঘটা সেই আঁধার কালো।
যাহা-কিছু সুন্দর সেই হোক ভালো।
সেই আলো জ্বালো প্রভু সেই আলো জ্বালো