আর নয় অনেক হলো, চলো নতুন প্রভাত করি!
সত্য যাহা প্রদীপ্ত পথে, চালাবো সেই তরী---!
যেখানে মানুষ সত্য হয়, শুধু মানুষেরই জয়গান-
সুপ্রভাত করার লক্ষ্যে, এস হে হিন্দু মুসলমান!!
ভাঙ্গিব আজ বিভেদ প্রাচীর, দেখো প্রতিটি শিশু ফুল
নতুন প্রভাত আনিবো ধরাই, রবে কেন আর ভুল ?
সৃষ্টি যা-কিছু নন্দিত, দেখো খোলা বইছে বায়ু---!!
তোমার আমার সাথেই থাকে, সকলের পরামায়ু
জীবন যেখানে শুদ্ধ হয়,, ওই হৃদয়ের প্রভাকর--!
সেখানে কেন গভীর রাত,, জ্বলে না ঐ দিবাকর-!
সভ্যতা এসেছে জ্ঞানে-বিজ্ঞানে, মনুষ্যত্বের কই ?
আমরা কি একই স্রষ্টার, ঐ সৃষ্টি মানুষ নই ?
তবু কেন আজও শুধু শুধু, মিথ্যার প্রহসনে---!
পাপের পঙ্কিল হৃদয় ভরে, বন্ধুত্ব জাগায় মনে ?
ওই প্রভাতীই সুন্দর করে, মানুষের দেহ মন--!
তোমার আমার মাঝেই প্রভু, প্রেমের শ্রীনিকেতন ।