হে-- বঙ্গ বন্ধু তুমি, মুজিবুর রহমান.....!
ভুলতে পারিব কি ? তোমার ওই মহৎ প্রতিদান ।
শৌর্যৈ বীর্যে অসীম সাহসে, তোমার পথ চলা----
বাংলা ও বাঙালির জন্য, অনেক কথা বলা--!
ঈমানে আমলে তেজস্বীতাই, তুমি মহা পরিক্রম বীর
যতসব মিথ্যা জঞ্জাল কে, ভেঙে করেছ চৌচির--!!
যুবকের মাঝে শুদ্ধ চিন্তা,, আবাল-বৃদ্ধ-বনিতা নারী
মিথ্যার মাঝে ঝলসে উঠেছে, তোমার সত্য তরবারি
তুমি বাঙ্গালী বাংলার শুধু নও,গোটা বিশ্বের জন্য--!
তোমার স্মৃতিবিজড়িত কর্ম,আজ হয়েছে তাই ধন্য
অফুরন্ত জ্ঞান ও ভান্ডারে, সাজিয়েছো প্রেমের ডালি
দেশের তরে তোমার হৃদয়, ফুল বাগানের মালি
সৌন্দর্যের সম্প্রীতিতে তুমি, মানুষের জয়গান--!
একই বৃন্তে গেথেছ মালা, ঐ হিন্দু মুসলমান---!!
তুমি করুণা দয়া মায়া মমতায়, ওই শিশুর হাঁসি-!!
প্রেমের ভূবনে ও তুমি,, হৃদয়ে করুন মোহন বাঁসি
তুমি নীতিতে নৈতিকতায়,, স্বমহিমায় উচ্চশির--!
তুমি ধর্মেও ছিলে ধার্মিক, মহা সৈনিক বীর---!!
হে মুজিব তোমাকে জানাই, অন্তরের ভালোবাসা
তোমার পরশেই বাংলা বাঙালি, হয়েছে মম খাসা
তুমি আমাদের যত আশা তুমি আমাদের ভালোবাসা
*****************************
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে,,