সৃষ্টি বৈচিত্র মানুষ বৈচিত্র, পৃথিবী বৈচিত্র্যময়
তারচেয়েও প্রভু বৈচিত্র, সৃষ্টি তার পরিচয়-!
অগণন রাশিরাশি সৃষ্টি, তরঙ্গ তরঙ্গ ঢেউ--!
আমি মানুষ সেই বৈচিত্র ভাবাই সে আমাকেও।
দিক হতে দিগন্তে সমাদৃত, অগণন বৈচিত্র্যময়
সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বিচিত্রতায় বড় বিস্ময়।
সব সৃষ্টির কেন্দ্রবিন্দু, মানুষ গড়ার এ বড় ছল
সমস্ত বৈচিত্র্যময়তা সৃষ্টিতে প্রভু রেখেছেন কৌশল