ভাবনার আকাশ বেয়ে যাব আমি পথ ছেয়ে,
অনেক দিগন্তে বহুদূর--!
শুদ্ধ মন রাশি রাশি, বাজাবো ওই মোহন বাঁশি
ছাড়িয়া সুমিষ্ট সুন্দর সুর।
ভালোবাসা প্রেম শ্রীনিকেতন, সত্য ও সনাতন
ধ্যানের আবেশ মেলে পাখা,
স্বপ্ন আঁখিমেলে ধরি, নদীর কুলে ভিড়াইয়া তরী
হোক না সে পথ আঁকাবাঁকা।