একটি কবিতাকে করিতে জীবন্ত--!
ভাষার রাজ্যে দেবো পাড়ি হৃদয় করি প্রশান্ত
বিচিত্র সৃষ্টি ধরিত্রী ই, কাছে বুকে টানে,
উদ্বেলিত ভাষা উদয় যেন প্রতি গানে গানে

জ্ঞানের ও সাগর আছে, সমৃদ্ধ তাহা জানি
ভাষার মাঝে ও আকৃষ্ট হয় কত রাজরানী।
ভাষায় জাদু ভাষায় প্রেম, যত কিছু ভালোবাসা
ভাষার রাজ্যেই মম, আজ করিব হৃদয়  খাসা।

সুমিষ্ট যাহা ছন্দ ভাষায় আনে চমকৃত সুর--!
ভাষার রাজ্যে করিব কাছে যে পথ ছিল বহুদূর
ভাষা অম্লান মৃদু প্রকম্পিত, যদি হয় জাদুতে আঁকা
ভাষার রাজ্যে মিলে দিব ঐ রঙিন প্রজাপতির পাখা

আহা! কোকিলের কন্ঠে, কি সুমধুর আওয়াজ ভাসে
মেঘমালায় পুঞ্জিভূত ঐ চাঁদের জ্যোৎস্না হাঁসে।
প্রেমপ্রীতি যাহা ভালোবাসা, যত কবিতা গান--!!
সুন্দর ভাষাতে মিতালী পাতাও হৃদয়ের আহ্বান।।