প্রাণ ছল ছল মিষ্টি হাসি আজ খোশবু বাতাসে
মনটি উদাস রঙিন ডানায় ওই নীল আকাশে
জাগে পরশ মনের হরশ
মেঘের কোণে বৃষ্টি বরষ
জ্যোৎস্না ভরা রাতের আকাশ ঐতো চাঁদ হাঁসে
স্নিগ্ধ হৃদের গানের সুরে
ভেসে যায় মুই বহুদূরে
প্রেমের মঞ্জিল ওই দেখো আকাশে বাতাসে
শীতল নয়ন তৃষ্ণা বারী
কোন রূপসী তুমি নারী
মৃদু প্রলেপ ও স্টে রাঙ্গা যেন গোলাপ ভাসে।।
তুহিন মেরু ঝর্ণা বায়ু
তুমি আমার সতেজ স্নায়ু
শরৎ ভেজা শিশির রেখা বুলাও আমার প্রাণে
প্রেরণা হয়ে এসো আমার প্রতিদানে,,,,,,!!!