ভালোবাসবো প্রান মন খুলে হাসবো
যতদিন পৃথিবীতে আমি
থাক দুঃখ কষ্ট ব্যাথা তবু বলিব একথা
এই জীবনকে করতে দামি
পৃথিবী মায়ায় পূর্ণ আমার অহং করব চূর্ণ
তবুও ভালোবাসার ময়দানে
যতদিন ধরণী মাঝে সুশোভিত মনের রাজে
ভরবো ঐ মহৎ প্রতিদান
তবু তুমি কেন দূরে মেলাও ওই সুরে সুরে
সৌন্দর্যের বিছাইয়া ডালি
ওই হৃদয়ের মোহনায় সুগন্ধি খুশবু ছড়ায়
আমি ওই বাগানের মালি
তুমি যদি আসো হেথা আমি তব ঐ ক্রেতা
পরিশুদ্ধ হৃদয়ের ঐ তীরে
প্রদীপ্ত মনের আয়নায় সেথা বিজলী চমকায়
দেখো যদি সেই বুক চিরে