সুন্দর সৃষ্টিশীল এ পৃথিবীর বুকে
মানুষ তুমি আমি কত আনন্দ দুঃখে ও শোকে
বিচিত্র ভঙ্গিমায়, বিচিত্রময় সুরে--!
অনেক কাছে বা দূর দিগন্ত দূরে
ভালোবাসার ফুল কুড়াতে এসেছি আঙিনায়
এ পৃথিবী বিচিত্রতম এ বিচিত্র মহিমায়
কত পথিক কত পথ, শুধু যাওয়া আসা
এরই মাঝে বেঁচে রয় শুধু ভালোবাসা।
যতদিন রবো তাই বিছিয়ে ভালোবাসার ডালি
রব নাতো এ পৃথিবীতে ফাঁকা হাত খালি
সুন্দরতম পবিত্র, ভালোবাসার মাঝে--!!
ভালোবাসার আঙ্গিনায় হৃদয়ের ভাঁজে ভাঁজে।